এসএমএস রোমিং

  • গ্রাহকরা শুধুমাত্র রোমিংয়ে থাকাকালীন SMS সার্ভিস উপভোগ করবেন
  • এই প্যাকেজ থেকে/অন্য প্যাকেজ থেকে এই প্যাকেজে মাইগ্রেট করার অপশন নেই
  • এই প্যাকেজে আকর্ষণীয় গ্রামীণফোন ট্রাভেলশিওর অফার/ফিচার রয়েছে
  • ইনকামিং এসএমএস একদম ফ্রি
  • কোন সিকিউরিটি ডিপোজিট প্রয়োজন নেই
  • গ্রাহক ইন-ফ্লাইট রোমিং এবং মেরিটাইম রোমিংও উপভোগ করতে পারবেন
  • প্রিপেইড গ্রাহককে প্রাইমারি অ্যাক্টিভেশনের সময় ন্যূনতম ১ ইউএস ডলার রিচার্জ করতে হবে

মাইগ্রেশন:

  • এই প্যাকেজ থেকে অন্য প্যাকেজে বা অন্য প্যাকেজ থেকে এই প্যাকেজে মাইগ্রেশন করার অপশন নেই, MYGP থেকে রোমিং টাইপ পরিবর্তন করতে গ্রাহককে প্রথমে SMS রোমিং ডি-অ্যাক্টিভেট করতে হবে।

 

grameenphone