ডিসকভারি ট্যুর এন্ড লজিস্টিক্স

ডিসকভারি ট্যুর্‌স অ্যান্ড লজিস্টিক্‌স ২০০১ সাল থেকে বাংলাদেশের অন্যতম একটি ট্রাভেল এজেন্ট যারা ওয়ান স্টপ ট্রাভেল সলিউশন প্রদান করে থাকে। এর পাশাপাশি, ডিসকভারি হলো আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৩-এর অফিশিয়াল ট্রাভেল এজেন্ট। জিপি স্টার পার্টনার হিসেবে ডিসকভারি ট্যুর্‌স অ্যান্ড লজিস্টিক্‌স জিপি স্টার গ্রাহকদের দিচ্ছে ওভার-অল প্যাকেজে স্পেশাল ডিসকাউন্ট অফার।

বিস্তারিত অফার: সকল জিপি স্টার গ্রাহককে ডিসকভারি ট্যুর্‌স অ্যান্ড লজিস্টিক্‌স দিচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ প্যাকেজে ৭% ডিসকাউন্ট।

প্যাকেজে যা থাকছে,

  • বাংলাদেশ দলের সকল আইসিসি ওয়ার্ল্ড কাপ ম্যাচের টিকেট All Bangladesh ICC WC Tickets
  • থ্রি-স্টার হোটেলে দুই রাত থাকার ব্যবস্থা
  • ফিরতি এয়ার ফ্লাইট
  • ৪ দিনের গ্রামীণফোন রোমিং সার্ভিস প্যাক
  • কমপ্লিমেন্টারি “চলো বাংলাদেশ” টি-শার্ট

একজন জিপি স্টার যত খুশি ততবার এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। অফার পেতে যা করবেন:

জিপি স্টার গ্রাহককে DISCOVERY লিখে এসএমএস পাঠাতে হবে 29000 নম্বরে এবং ডিসকভারি হটলাইনে ফোন করে প্যাকেজ ক্রয় করতে হবে।

 

তারিখ ম্যাচ ভেনু মোট খরচ (রেগুলার) মোট খরচ (জিপি স্টার) ডিসকাউন্ট (%)
৭ অক্টোবর বাংলাদেশ বনাম আফগানিস্তান ধর্মশালা ৮১,৪৫০ ৭৫,৭৪৯ ৭%
১০ অক্টোবর বাংলাদেশ বনাম ইংল্যান্ড ধর্মশালা ৮১,৪৫০ ৭৫,৭৪৯ ৭%
১৪ অক্টোবর বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড চেন্নাই ৬৯,১৫০ ৬৪,৩১০ ৭%
১৯ অক্টোবর বাংলাদেশ বনাম ভারত পুনে ৮৪,৫০০ ৭৮,৫৮৫ ৭%
২৪ অক্টোবর বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা মুম্বাই ৭০,৫৫০ ৬৫,৬১২ ৭%
২৮ অক্টোবর বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস কোলকাতা ৬০,২৫০ ৫৬,০৩৩ ৭%
৩১ অক্টোবর বাংলাদেশ বনাম পাকিস্তান কোলকাতা ৬০,২৫০ ৫৬,০৩৩ ৭%
৬ নভেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দিল্লি ৬৯,৭৫০ ৬৪,৮৬৮ ৭%
১২ নভেম্বর বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া পুনে ৭৩,২৫০ ৬৮,১২৩ ৭%

ডিসকাউন্টটি শুধুমাত্র ডিসকভারি ট্যুর্‌স অ্যান্ড লজিস্টিক্‌স ব্রাঞ্চ অফিস লোকেশন থেকে সরাসরি ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে:

বনানী উত্তরা
সুইট বি/৭, হাউজ ১১, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা, বাংলাদেশ এইচএম প্লাজা, সুইট ১ (১২ম ফ্লোর), হাউজ ৩৪, রোড ২, সেক্টর ৩, উত্তরা সি/এ, ঢাকা ১২৩০
মোবাইল: +8801713444350 মোবাইল: +8801713444358

 

যোগাযোগ:

ওয়েবসাইট: https://www.discoverbangla.com/
ফেসবুক: https://www.facebook.com/discovery.dtl/

মোবাইল নম্বর: +8801713444350, +8801713444358

অফারের মেয়াদ: ১২ নভেম্বর, ২০২৩ পর্যন্ত

 

 

নোট্‌স:

  • উল্লিখিত যেকোনো ১টি ম্যাচের টিকেট Any 1 Match Tickets as mentioned above.
  • বুকিং এর জন্য ১০০% পেমেন্ট অ্যাডভান্স করতে হবে
  • ম্যাচের টিকেট, রুম ও ফ্লাইট টিকেট শুধুমাত্র কনফার্মেশনের ভিত্তিতে পাওয়া যাবে, কোনো বুকিং প্রযোজ্য নয় Match Tickets, Rooms & Flight Tickets are subject to availability upon request for confirmation, no booking has been made.
  • সকল প্রাইস পরিবর্তনযোগ্য, পূর্বে নোটিশ না দিয়েও মূল্য পরিবর্তন হতে পারে
  • হোটেল রুমগুলো টুইন শেয়ার এর ভিত্তিতে দেওয়া হবে
  • আইসিসি মেন’স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এর সব কার্যক্রম নিশ্চিত হওয়ার পর সকল বুকিং গ্রহণ করা হবে
  • ভারত ২০২৩ টিকেটের শর্তাবলি India 2023 Ticket Terms and Conditions.
  • জনপ্রতি মূল্য বাংলাদেশি টাকায় দেখানো হয়েছে
  • প্যাকেজের মধ্যে জিপি রোমিং সার্ভিস অন্তর্ভুক্ত, তবে গ্রাহকের ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে চার্জ পরিশোধ করতে হবে
  • ক্রেডিট কার্ট চার্জ আলাদাভাবে প্রযোজ্য হবে (যদি প্রয়োজন হয়)
  • ভিসার কাজ গ্রাহকের নিজ দায়িত্বে করতে হবে
  • গ্যালারি এবং বসার ব্যবস্থা টুর্নামেন্ট অথোরিটির আওতাভুক্ত। এটা আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে না
  • প্যাকেজগুলো ভারতের কোনো নাগরিকের কাছে বিক্রয়ের জন্য অনুমোদিত নয়
  • গ্রাহকের কোনো ব্যক্তিগত খরচ এখানে অন্তভুক্ত হবে না। যেমন, হোটেলের মালামাল খরচ, ট্রাভেল ইনস্যুরেন্স ইত্যাদি
  • মিনারেল ওয়াটার, টিপ্‌স, রুম সার্ভিস, ফুড অ্যন্ড ড্রিংক্‌স, লন্ড্রি, টেলিফোন বিল ইত্যাদি ‘সাধারণ শর্তাবলি’-এর মধ্যে অন্তর্ভুক্ত নয়
  • কনফার্ম করা প্যাকেজের মূল্য ফেরতযোগ্য নয়। তবে, আইসিসি মেন’স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া ২০২৩ টিকেট শর্তবলির নিয়ম মেনে অন্য ব্যক্তিকে হস্তান্তর করা যাবে
  • আমাদের সকল কার্যক্রম একজন এজেন্ট দ্বারা পরিচালনা করা হয়। তাই, আমাদের আওতার বাইরে কোনো ঘটনা যেমন, অ্যাক্সিডেন্ট, ইঞ্জুরি, হোটেল ওভারবুকিং জটিলতা, প্রাকৃতিক দুর্যোগ, ফ্লাইট জটিলতা, বৈরী আবহাওয়া-এর  জন্য আমরা দায়বদ্ধ নই
  • টিকেটের সকল এন্ড ইউজারকে নাম, ঠিকানা, ইমেইল, টেলিফোন নম্বর প্রদান করতে হবে

 

grameenphone