সংযোগ বিচ্ছিন্ন এড়াতে নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলি নিশ্চিত করে এখন আপনি খুব সহজেই আপনার রোমিং বিল পরিশোধ করতে পারবেন
আন্তর্জাতিক ডুয়াল কারেন্সি ক্রেডিট, ডেবিট বা প্রিপেইড কার্ড প্রয়োজন।
ডলার এন্ডোর্সমেন্ট অবশ্যই সম্পন্ন করতে হবে এবং ডলার লেনদেনের সুবিধা চালু থাকতে হবে।
সহজ ও ঝামেলামুক্ত বিল পরিশোধের জন্য অটো-ডেবিট ইনস্ট্রাকশন সক্রিয় থাকা জরুরি।
যদি অটো-ডেবিট ইনস্ট্রাকশন না থাকে, তবে প্রতিবার বিল পরিশোধের সময় একটি রোমিং ফর্ম পূরণ করতে হবে এবং আন্তর্জাতিক ডুয়াল কারেন্সি ক্রেডিট/ডেবিট/প্রিপেইড কার্ডের দুই পাশের কপি (CVC বা CVV নম্বর গোপন রাখতে হবে) জমা দিতে হবে।
জনপ্রিয় ৩৫টি দেশে কোনো সিকিউরিটি ডিপোজিট ছাড়াই রোমিং সার্ভিস শুরু করতে চাইলে, সংশ্লিষ্ট রোমিং বান্ডেলের মূল্য আগাম পরিশোধ করতে হবে এবং অটো-ডেবিট ইনস্ট্রাকশন দিতে হবে।
অন্যথায়, অটো-ডেবিট ইনস্ট্রাকশনসহ ৩,০০০ টাকা (ডলারের সমপরিমাণ) সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে।
অটো-ডেবিট ইনস্ট্রাকশন ছাড়া রোমিং সার্ভিস নিতে চাইলে, ১০,০০০ টাকা (ডলারের সমপরিমাণ) সিকিউরিটি ডিপোজিট দিতে হবে।
আন্তর্জাতিক রোমিং বিল (IR Bill) সেই চার্জের ভিত্তিতে নির্ধারিত হয় যা গ্রামীণফোনের রোমিং পার্টনার দাবি করে বা পাঠায়।
এই বিলটি আপনার বিদেশ ফেরার পর সর্বোচ্চ তিন মাস পর্যন্ত বিলের মধ্যে দেখা যেতে পারে।
রোমিং চলাকালীন রিয়েল-টাইমে রোমিং সার্ভিস বন্ধ করা সম্ভব নয়, এমনকি সিকিউরিটি ডিপোজিট সীমা অতিক্রম করলেও নয়, কারণ রোমিং পার্টনারদের সিস্টেম থেকে বিলিং রেকর্ড বিলম্বে পাঠানো হয়।
তাই গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে, রোমিং সার্ভিস নেওয়ার আগে উপযুক্ত রোমিং প্রোডাক্ট ও প্রোফাইল বেছে নেওয়া উচিত।
গ্রাহকরা রোমিং বাতিলের ৭ দিন পর রোমিং রিফান্ড প্রক্রিয়া শুরু করতে পারবেন।
রোমিং রিফান্ড ফর্ম সঠিকভাবে পূরণ ও স্বাক্ষর করতে হবে।
সম্পূর্ণ রোমিং এবং লোকাল বকেয়া পরিশোধ করতে হবে। (যদি লোকাল বকেয়া পরিমাণ লোকাল সিকিউরিটি ডিপোজিটের চেয়ে বেশি হয়, তবে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে।)
রিফান্ড প্রক্রিয়া ১ থেকে ১৫ কর্মদিবসের মধ্যে সম্পন্ন হবে (পেমেন্ট মোড অনুযায়ী)।
Enable GingerCannot connect to Ginger Check your internet connection
or reload the browserDisable in this text fieldRephraseRephrase current sentenceEdit in Ginger×
Enable GingerCannot connect to Ginger Check your internet connection
or reload the browserDisable in this text fieldRephraseRephrase current sentenceEdit in Ginger×
Enable GingerCannot connect to Ginger Check your internet connection
or reload the browserDisable in this text fieldRephraseRephrase current sentenceEdit in Ginger×
Request Submitted
A service agent Communicate with you soon to know the details of your requirements